কারোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সুস্থ: আইইডিসিআর
প্রকাশিত : ১১ মার্চ ২০২০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জনের মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন। তাদেরকে শিগগির হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছে আইইডিসিআর। আজ বুধবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সাব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘দেশে কোভিড-১৯ নামক নতুন করোনাভাইরাসে আক্রান্ত তিন জনের মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন।
গতকাল তাদের পরীক্ষা করা হলে করোনাভাইরাস নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে।’ তাদেরকে অল্প সময়ের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। করোনায় আক্রান্ত অপর রোগী সম্পর্কে ফ্লোরা বলেন, অপর রোগীকেও পরীক্ষা করা হয়েছে। তার করোনা পজিটিভ পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’
গত ২৪ ঘণ্টায় ১০ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সবগুলো পরীক্ষাতেই নেগেটিভ রেজাল্ট এসেছে। দেশের বিভিন্ন হাসপাতালে আট জনকে আলাদা করে রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।