কুয়াকাটায় অর্ধশতাধিক জেলেদের পাশে দাঁড়িয়েছে সেনা সদস্যরা
প্রকাশিত : ৭ জুলাই ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,০৭ জুলাই।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় করোনা পরিস্থিতি অর্ধশতাধিক জেলে পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহয়তা প্রদান করেছে সেনা সদস্যরা। বঙ্গোপসাগরে মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আপরদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে কুয়াকাটার জেলেরা। ঠিক সেই মুহুর্তে কর্মহীন হয়ে পড়া এসব জেলেদের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লীর অসহায় ৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তারা। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি সয়াবিন ও ১ কেজি লবন দেয়া হয়। শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিবিশেন ৭ আর্টিলারির ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম (পিএসসি) সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম (পিএসসি) সাংবাদিকদের বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। কুয়াকাটার জেলে পাড়ার মোট ৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর এরুপ মহতি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।