কমলগঞ্জে পেট্রোল পাম্প বন্ধ থাকায় কৃষকদের বিক্ষোভ

প্রকাশিত : ৭ জুলাই ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জে মুন্সিবাজার পেট্রোল পাম্প বন্ধ থাকায় ডিজেলের জন্য মেসার্স তুষার ফিলিং স্টেশন মুন্সিবাজার এর সামনে বিক্ষোভ করেছে কৃষকরা। আমন মৌসুমে চারা নষ্ট হবার আশংকায় কৃষকরা দিশে হারা। এশাধিক কৃষক জানান- জমি হালচাষ করতে পাওয়ার টিলারের জন্য ডিজেলের প্রয়োজন।

একমাত্র পাম্পটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে কৃষরা আরো বলেন, আমাদের মতো কৃষকের জমি হালচাষ কি দিয়ে করবো ? ট্রাক্টর কি দিয়ে চালাবো ? পাম্প মালিকদের মাসের পর মাস পাম্প বন্ধ রাখলে সমস্যা হবে না,সমস্যা সব গরিবের। ওষুধ , কাচামাল, মাছের মতো তেল আমাদের আমাদের প্রতিদিনের প্রয়োজন।

অতি শীগ্রই পাম্প গুলা খুলে দেয়ার জোর দাবি জানান। এ ব্যাপার পাম্প মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমদ মুঠোফোনে জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, গত কাল বিকাল ৪টার দিকে প্রশাসন আমার পাম্প বন্ধ করে দিয়েছেন তাই প্রশাসন যদি পাম্প খোলার অনুমোদন দেন তাহলে খুলবো।

 

আপনার মতামত লিখুন :