কার্ডিফে মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে ওয়েলস আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১১ মার্চ ২০২০
বদরুল মনসুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরের আগামী ১২ এপ্রিলের অনুষ্ঠান সফল করতে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা গত সোমবার ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে কার্ডিফের হিমালয়া রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরুজ আহমদ এর সভাপতিত্তে এবং ওয়েলস আওয়ামী সাধারন সম্পাদক আব্দুল মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর. ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল. যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা. যুগ্ম সাধারন সম্পাদক লিয়াকত আলী. সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দিক আহমেদ. ওয়েলস আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনকার মিয়া.ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল. বদর উদ্দিন চৌধুরী বাবর. আকতারুজ্জামান কুরেসী নিপু. জমসেদ,খান মিট. আব্দুল ওয়াহিদ বাবুল. মাহমুদ চৌধুরী. ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ. সিনিয়র সহ সভাপতি আব্দুল কালাম মুমিন. সহ সভাপতি রকিবুর রহমান.
সাধারন সম্পাদক মফিকুল ইসলাম. যুগ্ম সাধারন সম্পাদক এ বি রুনেল. ওয়েলস কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব. জালাল উদ্দিন চৌধুরী.সহ ওয়েলস আওয়ামী লীগ. যুবলীগ. ছাত্রলীগ. কৃঘকলীগ. স্রমীকলীগ ও তাতীলীগ সহ অন্যান্য সংগঠনেরর নেতৃবৃন্দ। সভায় হিমালয় রেষ্টুরেন্টের মালিক যুবনেতা রকিবুর রহমান এর পক্ষ থেকে সবাইকে আপ্যায়িত করা হয়েছে। সভায় আগামী ১২ এপ্রিল বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ২০২০’ উদযাপনকে সফল করতে আগামী সপ্তাহে নিউপোট. সোয়ানসী. ব্রিজেন্ড ও বৃস্টল শহরের নেতৃবৃন্দকে নিয়ে একটি সভার আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ২০২০’ উদযাপন নামে একটি কমিটি গঠন করার সীদ্ধান্ত নেওয়া হয়েছে।