আমতলীতে ১৩ করোনায় আক্রান্ত, শনাক্তের হার শতকরা ৫৬’৫২ শতাংশ

প্রকাশিত : ৬ জুলাই ২০২১

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে মরনঘাতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আজ ২৩ জনের নুমনা পরীক্ষায় ১৩ জন আক্রাক্ত হয়েছেন। শনাক্তের হার শতকরা ৫৬’৫২ শতাংশ। উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রাক্ত হওয়া রোগীদের বাড়িতে আইসোলেশনে রেখেই চিকিৎসাসেবা দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত ভাইরাসের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন রোগী নমুনা দেয়। ওই ২৩ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট মেশিনে দ্বারা শনাক্ত করা হয়েছে। সে হিসেবে শনাক্তের হার শতকরা ৫৬’৫২ শতাংশ। আক্রান্ত রোগীদের তাদের স্ব-স্ব বাড়িতে আইসোলেশনে রেখে মুঠোফোনে পরামর্শ ও চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, আজ ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫৬’৫২ শতাংশ।

আপনার মতামত লিখুন :