ঝালকাঠিতে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ৬ জুলাই ২০২১

ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ব্যক্তি হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর গ্রামের মো. আসাদুল (৩০) ও মহিষকান্দি গ্রামের মজনু মিয়া (২৫)। আহত শুভ খান (২২) একই গ্রামের ইদ্রিস খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে মহিষকান্দি গ্রামের প্রবাসী মিরাজ খানের বাড়িতে শৌচাগারের জন্য নতুন সেপটিক ট্যাংক বসানো হয়। সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান আসাদুল। সেপটিক ট্যাংকের মুখ খুলে নিচে নেমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী মজনু মিয়াকে ডেকে আনেন মিরাজ খানের ছোট ভাই পলাশ খান। ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন মজনুও।

তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন প্রতিবেশী শুভ খান। তিনিও ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসাদুল ও মজনুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :