আবারও এক ইসরায়েলি সেনা কর্মকর্তার ‘অস্বাভাবিক’ মৃত্যু

প্রকাশিত : ৪ জুলাই ২০২১

রোববার (৪ জুলাই) এক প্রতিবেদনে পার্সটুডে জানায় বৃহস্পতিবার (১ জুলাই) ইসরায়েলের বেইত লিড সেনা ঘাঁটিতে ফিটনেস ট্রেনিং চলার সময় কর্নেল শ্যারন আসমান হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ৪২ বছর বয়সী এই কমান্ডারকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয় তবে কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কর্নেল আসমানের আকস্মিক মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ফলাফল প্রসিকিউটরের দপ্তরকে জানানো হবে। কর্নেল শ্যারন আসমান ২৫ বছর আগে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন। দুই বছর আগে তিনি ব্রিগেড কমান্ডার পদে উন্নীত হয়েছিলেন।

এদিকে ইসরায়েলের সামরিক কারাগারে অস্পষ্ট কারণে একজন সিনিয়র সেনা কর্মকর্তার মৃত্যুর দুই মাসেরও কম সময়ের মধ্যে আরেকজন ইসরায়েলি সেনা কমান্ডারের অস্বাভাবিক মৃত্যু হলো। গত ১৬ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ওই সেনা কর্মকর্তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

 

আপনার মতামত লিখুন :