খুলনা বিভাগে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

প্রকাশিত : ৪ জুলাই ২০২১

সারাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ। সংক্রণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে এ বিভাগের সীমান্তবর্তী জেলাগুলাতে। সবশেষ ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত এ বিভাগে করোনায় মোট এক হাজার ২১৪ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা রোববার (৪ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন, যশোরে সাতজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে একজন রয়েছেন।

এ ছাড়া বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন এদিকে রোগীর চাপে বিভাগের হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট।

 

আপনার মতামত লিখুন :