কলাপাড়ায় ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
প্রকাশিত : ৩ জুলাই ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন প্রতিরোধ আইনে ২৫ জনকে ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌরশহর সহ আলীপুর ও মহিপুর এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল।
এসময় উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম রাকিবুল আহসান, শেখ শাসিনা সেনানিবাসের মেজর আনাস ইবনে মঞ্জুর, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা ভাইরাসের মধ্যে নিয়ম ভঙ্গ করার কারণ ও দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২৫ জনকে ২৩৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।