জাবিতে প্রথম বর্ষের ক্লাসে ডেটাবেসভিত্তিক এটেন্ডেন্টস সিষ্টেম চালু , হল নিয়ে ভোগান্তিতে নবীন শিক্ষার্থীরা

প্রকাশিত : ১১ মার্চ ২০২০

জাবি প্রতিনিধিঃ সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। এ বছর নতুন শিক্ষার্থীদের জন্য হলগুলোতে সীট বরাদ্দ না দেয়ায় ক্লাস শুরুর একদিন আগে সোমবার  সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ও বিভিন্ন হলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নবীন শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে । কিন্তু হল বরাদ্দ না পাওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা।

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ বলেন,আবাসন সংকটের কারনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে সিট দেয়া সম্ভব হয়নি। তবে ঢাকাগামী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করা হয়েছে। ‘শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা এই সমস্যা নিরসনে কাজ করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রমে শুরু হয়েছে ডেটাবেসভিত্তিক এটেন্ডেন্টস সিষ্টেম  । মঙ্গলবার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক. এম মেসবাহউদ্দিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অাইঅাইটির সাবেক পরিচালক অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক ড.এম শামীম কায়সার, সহযোগী অধ্যাপক ড. এ কে এম অাক্কাস আলী, ফাহিমা তাবাসসুম, ড.শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক  ড.রাশেদ মজুমদার।

বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয় হল জ্ঞান চর্চা ও জ্ঞান বিতরণের মহাসাগর। এখানে উজ্জল জীবনের আকাঙ্ক্ষার জ্ঞান চর্চার সুযোগ যেমন আছে তেমনি আছে পথভ্রষ্ট হওয়ার ও সুযোগ। তাই শুরু থেকেই তোমাদের লেখাপড়ার প্রতি মনেযোগী হতে হবে। জ্ঞানের শিখরে আরোহন করে জাতির প্রত্যাশা পূরণে তোমরা অঙ্গীকারবদ্ধ। এসময় বক্তারা ডেটাবেসভিত্তিক এটেন্ডেন্টস সিষ্টেম  সম্পর্কে  বলেন, এ সিষ্টেমের তিনটি মডেল আছে। এটেনডেন্ট, রেজাল্ট প্রসেসিং ও একাউন্টিং। প্রাথমিকভাবে শুধু এটেনডেন্ট সিষ্টেম চালু হয়েছে।ধাপে ধাপে পরবর্তী দুইটি মডুল ও চালু করা হবে এবং পর্যায়ক্রমে সব বিভাগের জন্য উন্মুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন :