প্রযোজনায় আগ্রহী মাহিয়া মাহি
প্রকাশিত : ৩ জুলাই ২০২১
‘ভালোবাসার রঙ’ সিনেমার অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর প্রায় ৪০টি সিনেমা মুক্তি পেয়েছে তার। একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মাহি। সম্প্রতি মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার পোস্টার। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে না পাওয়ার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।
লম্বা সময় ধরে সিনেমায় অভিনয় করছেন মাহিয়া মাহি। সম্প্রতি তার প্রযোজনায় মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এইডা কপাল’। এক্সিপেরিমেন্ট হিসেবে কাজটি করেছেন মাহি। মুক্তির পর দারুণ ফিডব্যাকও পেয়েছেন এ অভিনেত্রী। মাহির ভাষায়, ‘তিনদিনের প্রস্তুতি কাজটি করেছিলাম। ৯ বছরের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রি থেকে নিয়েছি অনেক। শুধু ইনকাম করে গেছি। এবারই প্রথম কিছু টাকা বিনিয়োগ করলাম। কাজটা এত ভালো হয়েছে যে, মুক্তির পর থেকে বেশ প্রশংসা পাচ্ছি। প্রযোজনায় নিয়মিত হবেন কিনা? জানতে চাইলে মাহি বলেন, ‘পছন্দের গল্প পেলে প্রযোজনা করব। বিষয়টি নির্ভর করবে গল্পের ওপর। তবে এখনই ঘোষণা দিতে চাই না। এর জন্য আসলে প্রস্তুতি দরকার আছে।
এদিকে ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন ‘আনন্দমেলা’য় অংশ নিচ্ছেন মাহি। নৃত্য পরিবেশন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিম। রোববার (৪ জুলাই) বিটিভির স্টুডিওতে নাচটির চিত্রায়ণ হওয়ার কথা রয়েছে।