লকডাউন: দ্বিতীয় দিনে আমতলীতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী

প্রকাশিত : ২ জুলাই ২০২১

কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ শুক্রবার দ্বিতীয় দিনেও মাঠে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। তারা বরগুনার আমতলী বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন।

 

শুক্রবার (২ জুলাই) সকাল ১১টা দিকে  বরগুনার আমতলী পৌর শহরসহ উপজেলার বিভিন্নস্থানে লকডাউন বাস্তবায়নে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল ঢাকা -কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি খুড়িয়ারঘাট সড়কে মানুষদের সচেতনা বৃদ্ধির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

 

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম জানান, প্রথম দিনের মতো আজও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকসা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্ট রয়েছে  । পুলিশের তৎপরতায় আজ রাস্তায় তেমন লোকজন দেখা যাচ্ছে না বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :