মৌলভীবাজারে বসতঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত : ১০ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে ১২নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলী বুদা গ্রামে এক বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মৌলভীবাজার মডেল থানার পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। এ সংবাদ পরিবেশন পর্যন্ত আগুনের সুত্রপাত্র জানা যায়নি।
স্থানীয় স্ত্রু জানায়, রাত অনুমান ১২টা ১৫ মিঃ সময় হঠাৎ মৃত ছালামত মিয়ার স্ত্রী ঝরনা বেগমের বসত ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মৌলভীবাজার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ঘরের আসবাবপত্র, জরুরী কাগজাত, নগদ টাকা, আশ-পাশের ফলজ ও বনজ বুক্ষ ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।