মিয়ানমারে ২ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সেনাবাহিনী
প্রকাশিত : ১ জুলাই ২০২১
মিয়ানমারে ২ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে বেশ কয়েক জন সাংবাদিকও রয়েছেন। গার্ডিয়ান জানিয়েছে, বুধবার সকালে কুখ্যাত ইনসিয়েন কারাগারের সামনে বন্দিদের স্বজনেরা জড়ো হতে থাকেন। প্রথম দফায় ৭০০ জনকে বের করা হয়। মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে।
আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়। ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার। এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়।
আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এএফপি জানিয়েছে, মোট ৬ হাজার ৪২১ জনকে বন্দি করে জান্তা সরকার। বুধবার ২ হাজার জনকে মুক্তি দিলেও সাংবাদিকদের নতুন হুমকি দেয়া হয়েছে। সেনাবাহিনী বলছে, তাদের ‘জান্তা সরকার’ বলা যাবে না।