সীতাকুন্ডে রড মেরে গাড়ি থামিয়ে ডাকাতি করার সময় ৩ জনকে আটক

প্রকাশিত : ১ জুলাই ২০২১

বুধবার রাত ২টর সময় উপজেলাধীন বাড়বকুণ্ড বাজার সংলগ্ন মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, রড মেরে ট্রাক থামিয়ে ডাকাতি করছে একদল ডাকাত। একজন ট্রাক চালক থেকে খবর পেয়ে কৌশলে একটি ট্রাকের পেছনে ধীরগতিতে গাড়ি চালাতে থাকে পুলিশের একটি দল।

বাড়বকুন্ড বাজার সংলগ্ন মহা সড়কের কাছে গেলে সামনের ট্রাকটিতে রড মারলে ট্রাকটি দাঁড়ালে পাঁচ জন ডাকাত ট্রাকে ডাকাতি করতে আসে। পুলিশ তাদের ধাওয়া করে তিন জনকে আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :