দশমিনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে পুলিশ-প্রশাসন

প্রকাশিত : ১ জুলাই ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামী ৭ দিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় চলছে সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’।

রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করছে সীমিত আকারে। তবে বিনা প্রয়োজনে কেউ বাইরে বেড় হলে তাকে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে রয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা বাহিনী টহলে রয়েছে।

সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন ও থানা ওসি জসীমসহ প্রশাসনিকর সকল কর্মকর্তা শহরের গুরুত্ব পূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মানার কথা বলেন।

আপনার মতামত লিখুন :