শিবচর প্রেস ক্লাব সাধারন সম্পাদকের মায়ের ১ম মৃত্যু বার্ষিকী পালন, চীফ হুইপ লিটন চৌধুরীর অংশগ্রহন
প্রকাশিত : ১০ মার্চ ২০২০
ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি:শিবচর প্রেস ক্লাব ও উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারের মা স্বর্গীয় প্রমিলা রানী শিকদারের ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী অংশগ্রহন করেন। এসময় চীফ হুইপ নবনির্মিত স্মৃতি মঠ পরিদর্শন করেন। জানা যায়, স্বর্গীয় প্রমিলা রানী শিকদারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌরসভার ডিসি রোডে তার নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই আলম চৌধুরী অংশগ্রহন করেন।
এসময় মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, শিবচর উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষসহ বিভিন্ন ইউনিয়ন জেলা পরিষদ সদস্যরা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।