গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ১ জুলাই ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। খরিক (২) ২০২১ মৌসুমে উফসি আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২টি ইউনিয়নের পয়শট্টি (৬৫) জন ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।এই বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। স্বাগত বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজ আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্পসারন অফিসার মো. আকরামুজ্জামান। অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কৃষক এই প্রণোদনার বীজ, সার দিয়ে প্রতিটি ইউনিয়নে ৫টি করে প্রদর্শনী খামার করে এবং কৃষি উৎপাদনের ভূমিকা রাখেন।

আপনার মতামত লিখুন :