পটুয়াখালীর দশমিনায় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত : ১০ মার্চ ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। “দুর্যোগ, ঝুঁকি হ্রাস পুর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে নিয়ান্ত্রনে আনা হয় তার নমুনা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা রবিউল হাসান , ফায়ার ডিফেন্সের স্টেশন মাস্টার রিয়াজুল ইসলাম , বি আর ডি বি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির, প্রশিক্ষক সিপিপি পিএম রায়হান বাদল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ ফাতিমা আলমগীর, কৃষকলীগ নেতা মোঃ নুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সবুজ মহল্লাদার, সম্পাদক হাসান সেরনিয়াবাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান সিকদার বাপ্পী প্রমুখ।

আপনার মতামত লিখুন :