মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়
প্রকাশিত : ২৯ জুন ২০২১
লিওনেল মেসির জোড়া গোলে কোপা আমেরিকায় বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় অ্যারেনা প্যান্টানেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে মেসির দারুণ ফ্রি কিকে লাফিয়ে বল জালে জড়িয়ে এগিয়ে নেন গোমেজ।
এর ৪২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দলের তৃতীয় গোলটিও করেন মেসি। বিরতি পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে ছিল ৩-০ গোলে। বিরতির পর খেলার ৬০ মিনিটের মাথায় আর্জেন্টিনা জালে বল জড়িয়ে একটি গোল শোধ করে বলিভিয়া। ম্যাচের ৭০ মিনিটের মাথায় মেসির সহযোগিতায় চতুর্থ গোলটি করেন মার্টিনেজ।