মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কমিঠি গঠন: আহবায়ক- বিঞ্চু পদ দেব, সদস্য সচিব- সজীব পাল
প্রকাশিত : ১০ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের বিঞ্চু পদ দেবকে আহবায়ক ও সজীব পালকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমিঠি গঠন করা হয়েছে। ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিঠির আহবায়ক আকাশ চেšধুরী ও সদস্য সচিব হিরা কুমার কুন্ড স্বাক্ষরিত এ কমিঠি অনুমোধন করা হয়।
কমিঠির অন্যান্যরা হলেন- যুগ্ন-আহবায়ক রাজন দাশ, হরিনারায়ন দাস, রিপন দেব, গোলক দাশ, রাজূ বৈদ্য। আহবায়ক কমিঠির সদস্য অজিত বুনার্জি, স্বচ্ছ বৈদ্য, রিংকু মলিক, ভিক্টর ব্রেন্টিস, ব্রেসমী বাড়ে, বিশ্বজিৎ দেবনাথ, সোহেল দাস, রুবেল দাস, শুভ ঘোষ, নান্টু রঞ্জন দেব, শংকর রঞ্জন কর, টিপু চন্দ্র রাজ ও ব্রিটন দেব।