মাদারীপুরে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক
প্রকাশিত : ২৮ জুন ২০২১
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নিখোঁজের তিনদিন পর কানন বালা তালুকদার (৫৮) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃদ্ধার ছেলে হিরন্ময় তালুকদারকে (১৮) আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার বিকেলে কালকিনির ডাসার থানাধীন শশিকর গ্রামের একটি ডোবা থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার হঠাৎ নিখোঁজ হন ওই বৃদ্ধা। পরে শনিবার বাড়ির পাশের একটি ডোবায় বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার ছেলে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে অভিযুক্ত হিরন্ময়। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
কালকিনির উপজেলার ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান জানান, বৃদ্ধাকে পানিতে ডুবিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আটক হিরন্ময় স্বীকার করেছে। এই ঘটনায় মামলা হলে আদালতে পাঠানো হয় হিরন্ময়কে।