সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা’য় ভূষিত

প্রকাশিত : ২৬ জুন ২০২১

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। করোনা মহামারিতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন ভুট্টো জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইট শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ সম্মাননা’য় ভূষিত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলা ডাক বাংলোতে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড বিষয় জানান।

জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্টো বলেন, এ এ্যাওয়ার্ড আমার একার নয়, আমার উপজেলার সকলের অবদান। আমাকে ভোট দিয়ে জেলা পরিষদে না পাঠালে আজ এ এ্যাওয়ার্ড অর্জন করা সম্ভাব হতো না। তিনি আরও বলেন, সমাজ সেবায় যার যে অবস্থানে সেখান থেকেই আমাদের সকলকে এগিয়ে আসা উচিৎ।

উল্লেখ্য, মো. জাকির হোসেন ভুট্রো জেলা পরিষদ সদস্য, সাবেক ছাত্রলীগ, যুবলীগ, বর্তমান উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, দশমিনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন বারের নির্বাচিত সভাপতি, উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসার সভাপতি জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইট শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন।

 

আপনার মতামত লিখুন :