শার্শা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত : ১০ মার্চ ২০২০

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: ১৭ মার্চ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,জাতীয় শিশু দিবস ২০২০,২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ বর্ণিল আকারে পালন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ মামুন খান, শার্শা থানার ওসি আতাউর রহমান, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার সব সরকারি কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :