মহেশপুরে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ৯ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ১৯৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী বাঘাডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে মিকাইল হোসেন (২৪) ও জালাল উদ্দিনের ছেলে দুদু মিয়া (২১)।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এএসআই সাদিক ও এসআই আবুজার কাঞ্চনপুর এলাকা থেকে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে মিকাইল ও দুদু মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

 

আপনার মতামত লিখুন :