ফয়রার পীর ছাহেবের জানাযার নামায ও দাফন সম্পন্ন
প্রকাশিত : ৯ মার্চ ২০২০
নলছিটি (ঝালকাঠি) থেকে মো: আবদুর রহমান ও হাসান আলম সুমন : ছারছীনা দরবার শরীফের অন্যতম খলীফা ফয়রা দরবারের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মোঃ আবদুল কুদ্দুস গতকাল সকাল ১১.৪৫ মিনিটের সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা গতকাল বাদ আসর ঢাকার ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মরহুমের জামাতা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীকের ইমামতিতে অনুষ্ঠিত হয়। এছাড়াও গতকাল বাদ জোহর ফয়রা দরবার শরীফে মরহুমের ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলার পক্ষে তার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন জানাযা নামাযের ইমামতি করেন।
জানাযার নামাযে উপস্থিত ছিলেন- ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহা: শরাফত আলী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব মির্জা নূরুর রহমান বেগ, নেছারাবাদ দরবারের মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চরমোনাই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী, ঝালকাঠী জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান খন্দকার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আশরাফ হাওলাদার, চৈতা দরবার শরীফের পীর মাও: মো: নূর খান, পাংগাশিয়ার পীর মাও: শাহ্ মো: অলিউল্লাহ, হদুয়ার পীর ছাহেব, পুকুরজানার পীরজাদা শাহ্ মো: ইলিয়াস, যুব হিযবুল্লাহর সভাপতি মাও: কাজী মফিজ উদ্দিন প্রমূখ।
ছারছীনা পীর ছাহেবের শোক : ফয়রা দরবার শরীফের মরহুম হযরত মাওঃ আহমদ হুসাইন (রহঃ) এর বড় ছেলে ফয়রার বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মোঃ আবদুল কুদ্দুস এর মৃত্যুতে ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর শোক বাণীতে জানান ফয়রার পীর ছাহেবের ইন্তেকালে মুসলিম জাতি একজন আলেমকে হারালো আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহপাক তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং পরিবার-পরিজনকে ধৈর্য্য ধারণ করার করার তাওফীক দান করুক এই দোয়া করি।
জমইয়াতে হিযবুল্লাহর শোক : ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এক শোক বাণীতে বলেন- ফয়রা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মোঃ আবদুল কুদ্দুস একজন আল্লাহওয়ালা লোক ছিলেন।
তিনি ইসলামের খেদমতে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিয়োজিত ছিলেন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতের অধিবাসী করে নেন এই দোয়া করি। আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবারবর্গকে সবরে জামিল করার তাওফিক দান করেন।
দারুননাজাতের অধ্যক্ষের শোক : দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক এক শোক বাণীতে বলেন- ফয়রার পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মোঃ আবদুল কুদ্দুস এমন একজন মানুষ ছিলেন, যিনি আলেম ওলামাদেরকে খুবই মহব্বত করতেন। এই দারুননাজাতকে তিনি নিজের বাড়ির মত মনে করতেন। ছাত্রদের মনের মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে দারুননাজাতের সকল শিক্ষক, ছাত্র, কমৃচারীগণ ব্যাথিত। আমি তাঁর জন্য খাছ কওে দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারের সকলকে ধৈর্য্য ধরার তওফীক দান করুক।