ঢাকা ইপিজেড শ্রমিক জেসমিন হত্যার বিচার ক্ষতিপূরণসহ সকল বন্ধ কারখানা চালু কারার দাবী
প্রকাশিত : ১৮ জুন ২০২১
অদ্য ১৮ জুন ২০২১ইং তারিখ শুক্রবার সকাল ১১ টায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার, আশুলিয়া, ধামরাই শিল্প অঞ্চল কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাব চত্তরে গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত প্রতিবাদ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাভার, আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা, জনাব আবুল হুসাইন, নুরুল ইসলাম, শামিম খান, আব্বাস উদ্দিন, মাহতাব উদ্দিন শহিদ, মরিয়ম আক্তার, অরবিন্দ বেপারী, কামরুননাহার, শাহিদা সরকার, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের শিল্প অঞ্চল কমিটির, রাকিবুল ইসলাম সোহাগ, সাইম সিকদার, ইসমাইল হোসেন ঠান্ডু, কবির হোসেন, তাজেরুল ইসলাম সুমন এবং লেনি ফ্যাশন শ্রমিক রুপা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন ঢাকা ইপিজেড শ্রমিক জেসমিন হত্যার বিচার ক্ষতিপূরণসহ সকল বন্ধ কারখানা চালু কারার দাবী। বক্তারা আরো বলেন, ঢাকা ইপিজেডে এ ওয়ান বিডি লিঃ, সাইন ফ্যাশন লিঃ বেক্সিমকো লিঃ, অনার ওয়ে ট্রেক্সটাইলস এন্ড এ্যাপারেলস শ্রমিক বকেয়া বেতন ভাতা পরিষোধ বন্ধ কারখানা চালু ১৩ জুন ইপিজেডে শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান নিলে পুলিশের ধাওয়ায় গোলটেক্স কারখানায় শ্রমিক জেসমিন নিহত হয়। উক্ত ঘটনার তীব্রপ্রতিবাদ ও নিন্দা দায়ী ব্যক্তিদের তদন্তপূর্বক বিচার শ্রমিকের পরিবারকে এক জীবনের সমপরিমান ক্ষতিপূরণ দাবি জানানো হয়।