ব্রাহ্মণবাড়িয়া পিকআপ চাপায় এসআই নিহত
প্রকাশিত : ১৮ জুন ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনের সময় পিকআপের চাপায় মোস্তফা কামাল নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের কালামুড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়ি কুমিল্লা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন মোস্তফা কামাল। এ সময় কুমিল্লাগামী একটি পিকআপ এসআই মোস্তফা কামালকে পিছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। পরে পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। রাতেই সেখানে তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটিকে এখনো আটক করা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানায়, মোস্তফা কামালকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তার মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে এবং ডান পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে দীর্ঘ এক ঘণ্টা জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।