আন্তর্জাতিক নারী দিবস দশমিনায় পালিত
প্রকাশিত : ৯ মার্চ ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। প্রজন্ম হউক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলায় রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জেসমিন আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সামসুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বনি আমিন খান, দশমিনা থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইসর মু. নেছার উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা নাদিয়া আফরোজ, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি মোসাঃ ফাতিমা আলমগীর প্রমুখ।