ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারকে দশমিনায় নগদ অর্থ ও চেক বিতরন

প্রকাশিত : ১০ জুন ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় ঘূর্নীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ উপজেলার ২হাজার একুশ পরিবারকে নগদ ১হাজার টাকা এবং ঐচ্ছিক তহবিল থেকে ৩৭ জনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে। এ সময় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও দশমিনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, থানা ওসি জসিমসহ সরকারি বেসরকারি দপ্তর প্রদানগন।

 

আপনার মতামত লিখুন :