ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারকে দশমিনায় নগদ অর্থ ও চেক বিতরন
প্রকাশিত : ১০ জুন ২০২১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় ঘূর্নীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ উপজেলার ২হাজার একুশ পরিবারকে নগদ ১হাজার টাকা এবং ঐচ্ছিক তহবিল থেকে ৩৭ জনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে। এ সময় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও দশমিনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, থানা ওসি জসিমসহ সরকারি বেসরকারি দপ্তর প্রদানগন।