বিদ্যুৎ কেড়ে নিল শিশু সামিয়ার প্রাণ
প্রকাশিত : ৮ জুন ২০২১
মো রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর জেলার সদর উপজেলার ছোট খুদড়া গ্রামের দিনমজুর সোহেলের শিশুকন্যা সামিয়া (২) বিদ্যুৎ স্পৃষ্টে করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকালে ঘরের মধ্যে কাঠের দেয়ালে হাত দিলে সে বিদ্যাুয়িত হলে তার মৃত্যু হয়।
নিহতের দাদী খুরশিদা বেগম জানান, সোমবার রাতে বৃষ্টি হলে ঘরের মধ্যে কাঠের দেয়াল বিদ্যাুয়িত হয়। মঙ্গলবার সকাল ৮ টায় সে দেয়ালে হাত দিলে বিদ্যাুয়িত হয়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে খাজুরা স্বাস্থ্য ক্লিনিকে পরে যশোর জেনারেল হাসপাতালে নিযে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস সামিয়ার মৃত্যু ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।