যশোরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশিত : ৮ জুন ২০২১
মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালী মডেল থানাধীন ভোলা ট্যাংক রোডস্থ কাস্টমস এন্ড ভ্যাট অফিসের সামনে থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. শফিফুল ইসলাম বাবু (২৬) ও মো. রাফশান হাসান লিমন (১৯) কে আটক করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মাদক উদ্ধারসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশ। আটককৃতরা হলেন, যশোর পূর্ব বারান্দীপাড়া গ্রামের মৃত আকমল দর্জির ছেলে শফিকুল ইসলাম ও চাঁচড়া ডালমিল এলাকার ইউনুছ আলী’র ছেলে রাফশান হাসান।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।