গলাচিপা শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
প্রকাশিত : ৬ জুন ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কোনো শিশুই ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে যেন একটি শিশুও বাদ না যায় সেজন্য উপজেলার স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করে যাচ্ছে।
গতকাল ৫ জুন (শনিবার) থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৯ হাজার শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫৮১ শিশুকে এ টিকা খাওয়ানো হবে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। আরও উপস্থিত ছিলেন ডা. শাহরিয়ার, ডা. মেজবাহউদ্দিন, ডা. মো. মনির প্রমুখ।