রাঙ্গাবালীতে কনেযাত্রী বেশি আসায় সংঘর্ষ
প্রকাশিত : ৬ জুন ২০২১
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: একদিকে কনেযাত্রী বেশি আসা, অন্যদিকে শ্বশুর বাড়ি থেকে কনেকে রওনা করাতে দেড়ি হওয়া। এনিয়েই শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের এক বিয়ে বাড়িতে তুলকালাম ঘটেছে। লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে।
জানা গেছে, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সাথে পার্র্শ্ববর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বর পক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় । দুইদিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে কনেযাত্রীর খাবার শেষে কনেকে সাজানো দেড়ি নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়। স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, ‘কনেযাত্রী ৩০ জন আসার কথা থাকলেও এসেছিল ৫০ জনের বেশি।
এনিয়ে বরপক্ষ মনক্ষুন্ন ছিল। কনেকে প্রস্তুত করতে দেড়ি হলে কনেপক্ষ উত্তেজিত হয়। পরে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি হয়। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝি মিমাংসা হয়। কনেকে নিয়ে বাড়ি ফেরে কনেযাত্রী।’ এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খোঁজখবর নিয়ে দেখছি। কোন অভিযোগ পাইনি।