মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশনের সাধারণ সভা ও আইডি কার্ড বিতরণ
প্রকাশিত : ৮ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশন (রেজি:নং মৌ-০০৬) এর বার্ষিক সাধারণ সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল আলিম চৌধুরী আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিতার আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সোহেল আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: পলাশ, প্রচার সম্পাদক গব্ন্দী মল্লিক, সহ-সাংগঠনিক ওয়াসিম আহমদ, সদস্য আলম আহমদ, মো: বদরুল, এনামুল হক আলম, সুরুজ আহমদ ও আবুল আহমদ প্রমুখ। সংগঠনের সদস্যরা তাদের বক্তব্য বলেন- রাতে বেলায় বিশেষ করে গভীর রাতে প্রোগ্রাম শেষ করে আসা যাওয়ার পথে অনেক সময় পুলিশি হয়রানির শিকার হন।
এ ব্যাপারটি গুরুত্বসহকারে দেখার জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র অনুরোধ করেন। সংগঠনের নেতারা আরো বলেন- সংগঠনের পরিচয়ে কোন অন্যায় এবং দেশের আইন বিরোধী কার্য কলাপে জড়িত হলে সংগঠন কোন অবস্থায়ই তাদের পাশে দাড়াবে না এবং তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সদস্যদের হাতে সংগঠনের পরিচয়পত্র আইডি কার্ড তুলে দেন।