ভারতে একদিনে শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রকাশিত : ২৮ মে ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো তিন হাজার ৬৬০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তিন লাখ ১৮ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক লাখ ৮৬ হাজার ৩৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন।

শুক্রবার (২৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২১ লাখ ৫৭ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরো দুই লাখ ৫৯ হাজার ৪৫৯ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪১০ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৭৩ জনকে শনাক্ত হয়েছে। কর্ণাটকে ২৪ হাজার ২১৪ জন, কেরালায় ২৪ হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

আপনার মতামত লিখুন :