নওগাঁ আত্রাইয়ে আন্তজার্তিক নারী দিবস পালিত

প্রকাশিত : ৮ মার্চ ২০২০

রওশন আরা পারভীন শিলা, আত্রাই উপজেলা প্রতিনিধি: “ প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ’মি মোঃ আরিফ মোর্শেদ মিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার তদন্ত ওসি মোস্তফা , উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা নির্বাচন অফিসার তৌফিকুর রহমান, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদ, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন রওশন আরা পারভীন শিলা, নারী নেতৃ বুলিয়ারা বেগম, ভোঁপাড়া ইউপ সদস্য শেফালী বেগম, মহিলা নেতৃ মাকছুদা বেগম প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :