বেনাপোলে ভারতীয় গাঁজাসহ আটক ১

প্রকাশিত : ৭ মে ২০২১

মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল কৃষ্ণপুর গ্রাম থেকে ১ কেজি ৭শ’ গ্রাম ভারতীয় গাঁজাসহ মো. কামরুজ্জামান কামরুল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৭শ’ গ্রাম ভারতীয় গাঁজা সহ একজনকে হাতেনাতে আটক করে। আটক কামরুল পুটখালী গ্রামের সামাউল ইসলামের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :