গলাচিপায় নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি
প্রকাশিত : ৭ মে ২০২১
সঞ্জিব দাস (গলাচিপা) পটুয়াখালী: পটুয়াখালী গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শ্রমজীবী মানুষের খাদ্য-চিকিৎসার নিশ্চয়তার দাবিতে ক্ষেতমজুর সমিতি স্মারকলিপি পেশ করেছে। ৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে লকডাউন চলাকালে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা, করোনা টেস্ট ও চিকিৎসার দাবিতে স্মারক প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা কমিটির সভাপতি মোঃআবেদ আলী প্যাদা।
এ বিষয় সংগঠনে সভাপতি কমরেড মোঃআবেদ আলী প্যাদা বলেন, ‘সাধারণ শ্রমজীবী গরিব মানুষরা করোনাকালে এমনিতেই খাদ্য, অর্থ সংকটে দিন পার করছে। তাই করোনা টেস্টের দায়িত্ব সরকারকেই নিতে হবে। করোনা মহামারি থেকে জনগণকে রক্ষায় লকডাউন কার্যকরী করতে শ্রমজীবী মানুষকে পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা না করতে পারলে লকডাউন সফলা আসবেনা। তাই সকল গরীব অসহায় মানুষের বিপদের সময় সরকার ও বৃত্তবানদের পাশে থাকা জরুরী।