পোর্ট থানা পুলিশের অভিযান ভারতীয় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার একজন পলাতক
প্রকাশিত : ৭ মার্চ ২০২০
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার একজন আসামী পলাতক।
শনিবার(৭ই মার্চ) সন্ধ্যায় দক্ষিণ বারোপোতা গ্রামে মাদক নিয়ে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ও এএসআই শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়,সেখান থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান উদ্ধার মাদকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।