ভারতে করোনার সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১
ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে। একদিন বিরতি দিয়ে দেশটি ফের সংক্রমণে নিজেদের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছে। দেখেছে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন বিশ্ব রেকর্ড।
একই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে। মৃত্যু ছাড়িয়ে গেছে ২ লাখের গণ্ডি। কেবল গত সাড়ে তিন মাসে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
এদিকে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন। এই বিপুলসংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিদিনই অনেক রোগী মারা যাচ্ছেন শুধু অক্সিজেনের অভাবে।
এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৭২৭ জন।