বাবার সঙ্গে জাকারবার্গের কথোপকথন ভাইরাল
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২১
ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গের সঙ্গে তার বাবা এডওয়ার্ড জাকারবার্গের একটি কথোপকথন ভাইরাল হয়েছে। তাদের আলাপচারিতায় প্রমাণ হয়েছে, আপনি জীবনে কোথায় পৌঁছেছেন বা কত বয়স হয়েছে সেটি বিষয় না, বাবা-মা আপনাকে সব সময়ই তাদের ছোট সন্তান বলেই বিবেচনা করে।
গত ২৩ এপ্রিল (শুক্রবার) মার্ক জাকারবার্গ ফেসবুকে জানান, নতুন প্রজেক্টে কাজ করার সময়ে তিনি এতোটাই উৎসাহী হয়ে থাকেন যে খাবারের কথাও ভুলে যান। এক পোস্টে তিনি লেখেন, ‘আপনি কি কখনও কাজের সময় এতোটা উৎসাহী হয়ে পড়েছেন যে খাবারের কথা ভুলে গেছেন? ঘটতে থাকুক। মনে হয় এই কারণে গত মাসে দশ পাউন্ড ওজন কমেছে, কিন্তু আমাদের নতুন পণ্য চালু হতে যাচ্ছে।
ভাইরাল হয়ে পড়া পোস্টে জাকারবার্গের বেশিরভাগ অনুসারীরা তার অনুভূতির প্রতি সহমর্মিতা দেখান। তবে ওই পোস্টের নিচে ফেসবুক সিইও এবং তার বাবার কথোপকথন সবচেয়ে বেশি মনোযোগ কাড়ে।
মার্ক জাকারবার্গ ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশের পর তার বাবা এডওয়ার্ড জাকারবার্গ কমেন্ট বক্সে এসে লেখেন, ‘খাবার পেতে কি তোমার মা এবং আমাকে দরকার?’ জবাবে ফেসবুক সিইও লেখেন, ‘ওয়াও থ্যাংকস কিন্তু আমার দরকার কেবল খাবার খেতে ভুলে যাওয়া বন্ধ করা।’