নৌ বাহিনী খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সামাজিক দূরত্ব বজায় রেখে পটুয়াখালীর কলাপাড়ায় কর্মহীন,গৃহবন্দী, দুঃস্থ ও অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌ বাহিনী। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতে উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, বানাতিপাড়া এবং লালুয়া গ্রামের ওইসব মানুষের হাতে চাল, ছোলাবুট, লবন, আটাসহ নগদ অর্থ প্রদান করেন।

শনিবার দুপুরে নির্মানাধীন বাংলাদেশ নৌজা শের-ই-বাংলা ঘাঁটি চত্বরে ১৫০ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা’র ক্যাপটেন এম মহব্বত আলীসহ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর সূত্রে জানান গেছে, আগামী কাল রবিবার ওই ইউনিয়নের আরো ১৫০ পরিবারকে এ সহায়তা প্রধান করা হবে। এছাড়া যারা ইফতার নিতে আসতে পারেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে নৌ-বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করবে। এ সহায়তা অসহায় মানুষগুলোর মাঝে আশার সঞ্চার করবে এবং জীবিকা নির্বাহে সহায়ক ভ‚মিকা রাখবে। তবে এ সহযোগীতা অব্যহত রয়েছে বলে নৌ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :