কলাপাড়ায় দুই লাখ মিটার ঘন ফাঁসের অবৈধ জাল ধংস

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার ঘন ফাঁসের অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার বিকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয় ভ্রাম্যমান আদালত।

এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফারির এ এসআই কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতভর সাগর মোহনাসহ রাবনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব টাগার চিংড়ি ধরা ঘন ফাঁসের অবৈধ জাল জব্দ করা হয়েছে। আগুনে পুড়িয়ে ধ্বংস ওই জালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা হতে পারে বলে তিনি জানিয়েছন।

 

আপনার মতামত লিখুন :