চুলের যত্নে শ্যাম্পুতে মিশিয়ে নিন এই দুটি উপাদান
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১
গ্রীষ্মের এই সময়টাতে ত্বকের সমস্যার পাশাপাশি দেখা দেয় চুলের নানা সমস্যা (problem)। অতিরিক্ত ঘাম ও ধুলাবালিতে চুল দ্রুত নোংরা হয়ে যায়। সেই সঙ্গে প্রতিদিন শ্যাম্পু করলেও চুল (hair) হয়ে পড়ে রুক্ষ। এছাড়াও মাথার ত্বকে (skin) খুশকির সমস্যা তো রয়েছেই। এসব সমস্যার সমাধান করতে পারবেন একটি পদ্ধতিতেই।
শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন কিছু উপাদান। যা আপনার শ্যাম্পুকে মাইল্ড করবে। যা শ্যাম্পুর কেমিকেল কমিয়ে আপনার চুলের সমস্যা সমাধানের জন্য আদর্শ হয়ে উঠবে। চুল লম্বা ও মোলায়েম করতে শ্যাম্পুর সাথে এই জিনিস ব্যবহার করুণ | Sugar For Hair Growth
তবে জেনে নিন পদ্ধতিটি-
আপনার প্রতিদিনের ব্যবহারের শ্যাম্পুর (shampoo) সঙ্গে একটি গ্রিন টি টিব্যাগ, ২ চা চামচ অলিভ ওয়েল (olive oil) বা ক্যাস্টর ওয়েল ভালোভাবে মিশিয়ে নিন। এবার এটি আপনার ভেজা চুলে ৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।