মেসির জোড়ায় উড়ছে বার্সেলোনা
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মৌসুমের প্রথম ট্রফি জয়ের পথে করেছিলেন জোড়া গোল। শিরোপা জেতার পরের ম্যাচেও একই ছন্দে লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে লা লিগাতেও পেয়েছেন জোড়া গোল। সঙ্গে আছে অ্যাসিস্টও। দলের সেরা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে গেতাফেকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এই জয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে থাকলো বার্সেলোনা। অন্যদিকে হুয়েস্কাকে ২-০ গোলে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে। ৩২ ম্যাচে তাদের অর্জন ৭৩ পয়েন্ট। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
গত অক্টোবরে এই গেতাফের কাছে হারতে হয়েছিল কাতালানদের। তাই ন্যু ক্যাম্পের ম্যাচটিতে ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ ভালোভাবে উতরে গেছে মেসি-গ্রিজমানরা। ৮৩ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে। সাত গোলের ৪টি এসেছে প্রথমার্ধে। তবে এর মধ্যে দুটি আবার আত্মঘাতী!
ম্যাচের চতুর্থ মিনিটেই মেসি গোল পেতে পারতেন। বক্সের একটু বাইর থেকে তার জোরালো শট ক্রসবারে লেগে গোললাইন ছুঁয়ে ফিরে এলে আক্ষেপে পুড়তে হয় মেসি ও বার্সেলোনাকে। ৪ মিনিট পর অবশ্য বার্সা সমর্থকদের ঠোঁটে চওড়া হাসি। প্রথম গোল পান মেসি। মাঝমাঠ থেকে সের্হিয়ো বুশকেটসের বুদ্ধিদ্বীপ্ত পাস থেকে মেসি ক্ষীপ্রগতিতে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে গোলকিপার ডেভিড সোরিয়াকে হারিয়ে দেন।
পিছিয়ে পড়া গেতাফের খেলায় ফিরতে বেশি সময় লাগেনি। আত্মঘাতী গোল থেকে স্কোরলাইন ১-১ করে তারা। ডিফেন্ডার ক্লেমঁ লেংলের শরীরে লেগে বল জড়িয়ে যায় নিজেদের জালে।
আত্মঘাতী গোলের বিপরীতে আত্মঘাতী গোল! ২৮ মিনিটে বার্সেলোনা এগিয়ে যায় আত্মঘাতী গোলেই। মেসি গেতাফের রক্ষণে চাপ প্রয়োগ করলে ডিফেন্ডার সোফিয়ান চাকলা বল বাড়ান গোলকিপারের দিকে। কিন্তু গোলকিপার অনেকটা এগিয়ে থাকায় বুঝতে পারেননি এভাবে বল আসবে, তিনি বলের নিয়ন্ত্রণ নিতে না পারায় অদ্ভুত এক গোল হজম করে সফরকারীরা।
মিনিট পাঁচেক পর আবারও গোলোৎসব বার্সেলোনা। দ্বিতীয়বার স্কোরেশিটে নাম তোলে মেসি। প্রথম প্রচেষ্টায় শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বলে দূরূহ কোণ থেকে মেসি আবারও সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি। তাতে ২৫ গোল করে লা লিগায় গোল সংখ্যায় এককভাবে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিরতির আগে স্বস্তিতে থাকলেও দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ক্যাম্পে দুশ্চিন্তার মেঘ জন্মে, যখন ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পায় গেতাফে। রোনাল্দ আরাউহো নিজেদের সীমানায় ফাউল করলে ভিএআরে পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে স্কোরলাইন ৩-২ করতে কোনও অসুবিধা্ই হয়নি এনেস উনালের।
তবে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে মেসির কর্নার থেকে আরাউহোর হেডে বার্সেলোনা চতুর্থ গোল পেলে ছিটকে যায় গেতাফে। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গ্রিজমান শেষ পেরেকটি ঠুকলে বড় জয় পায় বার্সেলোনা।