শ্রীপুরামপুরে বিয়ে করে ফেরার পথে পদ্মায় নৌকাডুবে ৩০ বরযাত্রী নিখোঁজ
প্রকাশিত : ৬ মার্চ ২০২০
রাজশাহীর শ্রীপুরামপুরের পদ্মা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৩০ জন বরযাত্রী নিখোঁজ রয়েছেন। তবে এ ঘটনায় এখনও নিহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফায়ার সর্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী নগরীর তওয়া উপজেলার রাঙ্গাহাট এলাকায় মেয়ের বাড়িতে বিয়ে শেষে বরযাত্রীবাহী ট্রলারটি উপজেলার হরিপুর ইউনিয়নে বরের বাড়িতে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বাতাসের কারণে ট্রলারটি ডুবে যায়। সেই ট্রলারে বর ও কনে ছিল। ট্রলারডুবির ঘটনাটি মাঝনদীতে থাকা দুজন মাঝি দেখেন, তারা বলেন, বাতাসের কারণে ট্রালারটি ডুবে যায়। অনেকে সাঁতরে উঠে আসছেন বলে তারা জানান।
ফায়ার সর্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জন যাত্রীকে নিয়ে নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে প্রবল বাতাসের কারণে ডুবে যায়। পাঁচজন ডুবুরি নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দুইজন ডুবুরি তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এখনও নিহতের কোনও তথ্য পাওয়া যায়নি।