ঝিনাইদহে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ৬ মার্চ ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে আলাদা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা ও দুপুরে মহিলা অধিদপ্তর ঝিনাইদহের চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খালোদা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ব্রজেশ রোমন গোয়ালা। এসময় বক্তারা, গ্রাম থেকে শহর পর্যন্ত নারীদের ক্ষমতায়নে সকলকে কাজ করা আহবান জানান। দুপুরে মহিলা অধিদপ্তর ঝিনাইদহের চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালোদা খানম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ, জেলা শিশু ষিয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পচিালক সুচন্দন মন্ডল, এ্যাড:সালমা ইয়াসমিন, মানবাধিকার কর্মী শরিফা খাতুন ও আমিনুর রহমান টুকু।
এসময় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা এবং নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় নারীদের আরও শিক্ষিত ও বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে হবে। সমাবেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহন করে।