বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন স্বজনরা
প্রকাশিত : ৬ মার্চ ২০২০
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজন ও পরিবারের সদস্যরা সাক্ষাৎ করবেন। শনিবার (৭ মার্চ) বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার বলেন, আগামীকাল শনিবার বিকাল ৩টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। এই সময় বেগম জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে যাবেন তার মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। বর্তমানে বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন।