পাপিয়ার বিরুদ্ধে নতুন তথ্য পেয়েছে সিআইডি
প্রকাশিত : ৬ মার্চ ২০২০
সিআইডির অর্গানাইজ ক্রাইম ইউনিটের ডিআইজি ইমতিয়াজ আহমেদ শুক্রবার বলেন, পাপিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের ঘটনার তদন্ত চলছে। এটি প্রার্থমিক পর্যায়ে রয়েছে। তবে কিছু তথ্য পাওয়া গেছে। যার যাচাই-বাছাই চলছে।
অভিযোগ প্রমাণিত হলে পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে। এর আগে অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধানের জন্য সিআইডিকে অনুরোধপত্র পাঠায় র্যাব। ওই পত্র পাওয়ার পর ঘটনার তদন্তে পরিদর্শক পদমর্যাদার সিআইডির একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়।